বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ২২ দেশের তালিকায় বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৪ হাজারের বেশি মানুষের। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ সংক্রমিত ২২ দেশের তালিকায় উঠে এসেছে।

বাংলাদেশে শনিবার পর্যন্ত মোট ৪৪ হাজার ৬০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬১০ জনের।

বিশ্বে সর্বোচ্চ সংক্রমিত দুটি দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। যুক্তরাষ্ট্রে ১৮ লাখের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। ব্রাজিলে শনাক্ত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ।

এদিকে, ইউরোপের দেশ বেলজিয়াম মৃত্যুর হারের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি দেশ, যেখানে প্রতি ১০০ জন শনাক্ত হাওয়া রোগীর মধ্যে ১৬ জন মারা গেছেন।

বেলজিয়ামে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে, সৌদি আরবে বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে। কিন্তু মারা গেছে বাংলাদেশের চেয়ে কম।

নেদারল্যান্ডসেও মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ।

পূর্ববর্তি সংবাদকৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে ১৬টি অঙ্গরাজ্যে কারফিউ জারি
পরবর্তি সংবাদসকলকে নিষ্ঠার সাথে যার যার দায়িত্ব পালন করতে হবে: ওবায়দুল কাদের