দেশে এ পর্যন্ত ১১০ পোশাক শ্রমিক ক‌রোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মধ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১০ জন। এর মধ্যে ৮৪ জন পুরুষ ও ২৬ জন নারী। সুস্থ হয়েছেন ১৯ জন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিএমইএর উ‌দ্যো‌গে পোশাক কারখানাগুলোয় করোনা আক্রান্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে কাজ কর‌ছে কয়েকটি টিম। তাদের সংগ্রহ করা তথ্যে গত ২৮ এপ্রিল দেশের পোশাক কারখানায় প্রথম একজনের করোনার উপসর্গ পাওয়া যায়। সবশেষ তথ্য অনুযায়ী, বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১০ জন শ্রমিক।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত শ্রমিকের তথ্য দেয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। পাশাপাশি চারটি জোন ভাগ করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া যে শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছেন তাকে এবং ওই শ্রমিকদের সংস্পর্শে আসা অন্যদেরও ছুটিতে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। যারা বেশি অসুস্থ তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। যার খরচ বহন করছেন কারখানার মালিকরা।

শিল্প পুলিশের তথ্য মতে, সারাদেশের পোশাক কারখানার মধ্যে ঢাকার আশুলিয়ায় সবচেয়ে বেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন। এরপরের অবস্থানে নারায়ণগঞ্জ, এরপর চট্টগ্রাম।

পূর্ববর্তি সংবাদজাতিসংঘ শান্তিরক্ষায় ব্যাপক সুনাম কুড়িয়েছে বাংলাদেশ পুলিশ
পরবর্তি সংবাদঅবশেষে ভারতের ময়নাতদন্ত প্রতিবেদনসহ বাংলাদেশির লাশ ফেরত