রাজধানীতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছুঁই ছুঁই, মিরপুরে সর্বাধিক

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছুঁই ছুঁই। দিনদিন বেড়েই চলছে সংক্রমণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ হাজার ৩৪৮ জন শনাক্ত হয়েছে ঢাকায়। এর মধ্যে সর্বাধিক রোগী রয়েছে মিরপুর ও সংলগ্ন এলাকায়।

বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী বিষয়টি জানা গেছে।

রাজধানীর মিরপুর, বংশাল, ধানমন্ডি, চক বাজার, গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারি বাজার, তেজগাঁও, উত্তরা, ওয়ারি করোনার অন্যতম হটস্পট।

জানা গেছে, রাজধানীর সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) মোট ৬১৪ জন। এরপর মহাখালী ৩৫৬ জন, মুগদায় ২৯৫ জন, যাত্রাবাড়ি ৩১৫ জন, রাজারবাগে মোট ২১৩ জন, মোহাম্মদপুরে ২৮৮ জন, কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৮ জন।

পূর্ববর্তি সংবাদভারতীয় ড্রোন ভূপাতিত করল পাক সেনাবাহিনী
পরবর্তি সংবাদতাদরীসের খেদমতে নবাগত বন্ধুদের প্রতি কিছু নসিহত