মক্কা বাদে সব শহরের লকডাউন তুলে নেয়ার ঘোষণা সৌদি সরকারের

ইসলাম টাইমস ডেস্ক: করোনা উদ্ভত পরিস্থিতিতে মক্কা নগরী বাদে অন্য সব শহরের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যেসব অঞ্চলে কারফিউ ছিল সেগুলোতে ৩১ মে থেকে শিথিল হবে।
আরব নিউজ জানিয়েছে, কারফিউ শিথিল হলে ২৪ ঘণ্টার লকডাউন আগের মত কড়াকড়ি থাকবে না। তবে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কড়াকড়ি থাকবে। তবে মক্কা আগের মতই ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে।

২১ জুন থেকে সৌদি আরব ‘পুরোপুরি স্বাভাবিক’ অবস্থায় ফেরার পরিকল্পনা করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ওই দিন থেকে মক্কার মসজিদে নামাজের অনুমতি মিলবে। পুরোপুরি বাতিল হবে কারফিউ।
কিন্তু তার আগে দেশটিতে সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। ৫০ জনের বেশি কোথাও জড়ো হওয়া যাবে না।

সৌদি আরবে এখন পর্যন্ত ৭৪ হাজার ৭৯৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৯৯ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা সংকটের মধ্যেই ভয়াবহ বন্যার কবলে আসাম
পরবর্তি সংবাদস্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে ঘরে থাকার আহ্বান খালেদা জিয়ার