সংক্রমণ থামছেই না, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে থামছেই না সংক্রমণ। করোনাভাইরাস সংক্রমণের শিকার হওয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে উঠে এসেছে ভারত।

ভারতের থেকে এগিয়ে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি। খবর
এনডিটিভির।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১.৩৮ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ১৫৪ জন।

গত দুমাস ধরে দেশটিতে চলছে লকডাউন। করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

গত চার দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার পরই পাঁচ দিনে ব্যাপক হারে করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল।

পূর্ববর্তি সংবাদদেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঘরে বসে আনন্দ উপভোগ করার আহ্বান রাষ্ট্রপতির
পরবর্তি সংবাদআবহাওয়ার পূর্ভাবাস, পাঁচ অঞ্চলে আজ সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা