করোনায় ক্ষতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের তালিকায় ভারত

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বে দশ নম্বরে উঠে এলো ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে রেকর্ড ৬ হাজার ৯শ ৭৭ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৮ হাজারে ছাড়িয়েছে। এরই মধ্যে মৃতের সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের থেকে এগিয়ে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি। এর মধ্যে আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লাখ।

দেশটিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও দিল্লিতে। এর মধ্যে মহারাষ্ট্রেই প্রাণ গেছে ১ হাজার ৬৩৫ জনের। আর আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। রবিবার সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৪১ জন। একদিনের হিসেবে যা মহারাষ্ট্রের সর্বাধিক আক্রান্তের নতুন রেকর্ড।

করোনায় সংক্রমণ ও মৃত্যু থেকে বাঁচতে ভারতজুড়ে গত দুই মাস ধরে লকডাউন চলছে। করোনা সংক্রমণের হার কম রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউনের নির্দেশ দেন। কিন্তু কিছুদিন ধরেই লকডাউনে শিথিল হয়ে আসলে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা।

এরই মধ্যে আজ থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হওয়ার কথা রয়েছে। জুনে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান চলাচল।

পূর্ববর্তি সংবাদকরোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে হাফেজ আলেমের মৃত্যু
পরবর্তি সংবাদসিজদার স্থানটুকুও নেই, খুলনার কয়রায় হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদ জামাত