দেশের আকাশে দেখা যায়নি শাওয়ালের চাঁদ, ঈদ সোমবার

ইসলাম টাইমস ডেস্ক: দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল দেশে ৩০তম রোজা পালিত হবে। অর্থাৎ আগামী সোমবার (২৫ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম সচিব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটি শনিবার সন্ধ্যায় বৈঠকে বসে।

বৈঠক শেষে ধর্ম সচিব সাংবাদিকদের জানান, বাংলাদেশের কোনো জায়গা থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সুতরাং রোববার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার ৩০তম রোজা পালন করছেন। ওই সব দেশে রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে। তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় ৯ চিকিৎসকসহ ৬৩ আক্রান্ত , ২ জনের মৃত্যু
পরবর্তি সংবাদঈদের আগেই যাকাত-ফিতরা বণ্টন শেষ করুন: আল্লামা কাসেমী