করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে চেচনিয়ার রাষ্ট্রপতিকে

ইসলাম টাইমস ডেস্ক: করোনা আক্রান্ত সন্দেহে মস্কোর হাসপাতালে ভর্তি করা হয়েছে চেচনিয়ার রাষ্ট্রপতি রমজান কাদিরভকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে একটি বিশেষ বিমানে করে মস্কোর ওই হাসপাতালে উড়িয়ে আনা হয়। খবর বিবিসির।

বুধবার তার শরীরে ফ্লু সংক্রান্ত লক্ষণ দেখা দেখা দেয়। ক্রমশ অবস্থার অবনতি হলে চেচনিয়ার ডাক্তাররা পরামর্শ দেন মস্কোতে নিয়ে চিকিৎসা করানোর। পরে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে বিশেষ বিমানে তাকে মস্কোতে নিয়ে আসা যায়। ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪৩ বছর বয়সী এই চেচেন নেতার করোনা হয়েছে।

মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী কাদিরভের ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণেই সন্দেহ করা হচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন।

কাদিরভ এক সময় ছিলেন চেচেন মুজাহিদ। রাশিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করেছেন। ২০০৪ সালে তার বাবা আতঁতায়ীদের হাতে নিহত হওয়ার পর প্রথমে উপ-প্রধানমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি হন।

পূর্ববর্তি সংবাদসরকার ফ্লাইওভার করেছে কিন্তু একটা হাসপাতালও নির্মাণ করেনি: রিজভী
পরবর্তি সংবাদপাকিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১০০ জনের প্রাণহানি