ঘূর্নিঝড় আম্পান: মহাবিপদ সংকেত প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্নিঝড় আম্পান গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।  ফলে ঘূর্ণিঝড়টি দূর্বল হচ্ছে। তবে বায়ুর তারতম্যের কারণে সাগর উত্তাল আছে। তবে সব সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত প্রত্যাহার করে স্থানীয় ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এর আগে ঘূর্ণিঝড় আম্পান বুধবার রাতে সাতক্ষীরায় ও বাঘের হাটে সবচেয়ে ভয়াল থাবা দিয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়। মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, ঝিনাইদহ পাড়ি দিয়েছে আম্পান। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাতক্ষীরায়।

এ পর্যন্ত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এরমধ্যে যশোরে মা-মেয়ে, পটুয়াখালী, ভোলায় দুইজন করে আর সাতক্ষীরা, পিরোজপুরে একজন করে মারা গেছেন।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আম্পানে আর্থিক ক্ষতি ১১০০ কোটি টাকা

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড় আম্পানে আর্থিক ক্ষতি ১১০০ কোটি টাকা
পরবর্তি সংবাদহযরতপুরে প্রশান্তিময় ইতেকাফের দিন-রাত