ইরাকে নতুন আইএস প্রধান গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নতুন দলনেতা আবদুল নাসের কিরদাস গ্রেফতার হয়েছেন।

ন্যাশনাল ইরাকি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

সাবেক আইএস প্রধান আবু বকর আল বাগদাদির পর এই গোষ্ঠীটিত দায়িত্ব নেন আবদুল নাসের কিরদাস।

তিনি ছিলেন সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা। বাগদাদী নিয়ন্ত্রিত এলাকায় মুসলিম অ্যাফেয়ার্সের ইনচার্জও ছিলেন কিরদাস।

গ্রেফতার এই নতুন এই আইএস প্রধানকে কবে, কোথায়, কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি ইরাকের গোয়েন্দা কর্মকর্তারা। তবে গ্রেফতার হওয়া নতুন আইএস প্রধানের ছবি প্রকাশ করেছে তারা।

এদিকে গ্রেফতার আবদুল নাসের কিরদাসই কিনা সে প্রশ্নে সন্দেহ দেখা দিয়েছে। কারণ এর আগে প্রকাশিত ছবির সঙ্গে গ্রেফতার আইএস সদস্যের মিল নেই।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের এক বিশেষ মিশনে সপরিবারে নিহত হন আইএসের সাবেক প্রধান বাগদাদী। ধরা পড়ার আগে তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী হন তিনি।

 

পূর্ববর্তি সংবাদদুর্বল হয়েছে আম্পান
পরবর্তি সংবাদসন্তানদের ঈদ আনন্দ: তখন আর এখন