ঈদ মার্কেট করতে এসে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা গুনলেন ১১ জন

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে সোমবার (১৮ মে) কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা শহরের ব্যস্ততম মিলি প্লাজা মার্কেটে এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ মাস্ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতাসহ ১১ টি মামলায় মোট ৩ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সামাজিক দূরত্ব বজায় না রাখায় মিলি প্লাজা মার্কেটের সামিয়া থান ফ্যাশনকে ১ হাজার টাকা এবং ক্রেতাদের মধ্যে রবিরবাজারের তৌহিদ, গুপ্তগ্রামের মনু মিয়া ও টিলাগাও এর জামি বেগমকে ৫ শত টাকা করে ও মাস্ক ব্যবহার না করায় উছলাপাড়ার সাবিনা বেগম, কাদিপুরের বিজলী বেগম, ছকাপনের ডলি বেগম ও ফাহমিদা বেগম, লংলার রুকসানা বেগম ও মনসুরের হাসনা বেগমকে ২ শত টাকা করে ১১ জনকে মোট ৩ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।

পূর্ববর্তি সংবাদতপ্ত রৌদে জীবন সংগ্রামে উত্তীর্ণ এক প্রবাসীর কথা
পরবর্তি সংবাদমুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলি, আহত ১০