লক্ষ্মীপুরে এক বাড়ির ১৫ জন করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে করোনায় প্রথম আক্রান্ত শিশুর সংস্পর্শে এসে ওই বাড়ির মোট ১৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়াল।

আক্রান্তরা সবাই উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন।

তিনি জানান, কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিল ওই শিশু। পরে পৌর শহরের সেবা হাসপাতাল থেকে তার চিকিৎসা নেয়া হয়। এরপরও ভালো না হলে ২ মে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। ৪ মে তার করোনা পজিটিভ আসে।

এ ঘটনায় সেবা হাসপাতালসহ ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়। এ ছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা আত্মীয়-স্বজন-চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে দুইদিনে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে ওই শিশুর সংস্পর্শে আসা আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদপশ্চিম তীর নিয়ে ইসরাইলের তীব্র বিরোধিতা পাকিস্তানের
পরবর্তি সংবাদঘূর্ণিঝড়ের আশঙ্কা, সমুদ্র ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত