মৌলভীবাজারে মনু নদীতে নৌকাডুবি, ৩ ঘন্টা পর ১ জনের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক :  মৌলভীবাজারে মনু নদীতে নৌকাডুবির ঘটনার ৩ ঘণ্টা পর নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আবির মিয়া।

বুধবার রাত সোয়া ১১টা দিকে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।

এর আগে রাত ৮টার দিকে মনু ব্যারেজ এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত আবির মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুল খালিকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে ইসলামপুর এলাকার সুহেল মিয়া নৌকা আনতে আবির মিয়াসহ তিনজনকে রাজনগর উপজেলার করাদাই এলাকায় পাঠান।

ফেরার পথে রাত ৮টার দিকে মনু ব্যারেজ এলাকায় নৌকা উল্টে তিনজনই মনু নদীতে পড়ে যান। সাঁতারে দুজন তীরে ওঠেন। তবে আবির সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে আবিরকে মৃত অবস্থায় রাত সোয়া ১১টায় উদ্ধার করে।

নিহতের বড় ভাই আবদুল হামিদ জানান, পরিবারের কাউকে না জানিয়ে আবির নৌকা আনতে যায়। ও সাঁতার জানত না।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদ“এ পৃথিবীর যা কিছু মহান চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী…”
পরবর্তি সংবাদলক ডাউনকে ভুল সিদ্ধান্ত বললেন নোবেল বিজয়ী বিজ্ঞানী