নীলফামারীতে সরকারের সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন ১৮ বন্দি

ইসলাম টাইমস ডেস্ক: করোনার প্রভাবে সরকারের সাধারণ ক্ষমায় বৃহস্পতিবার পর্যন্ত নীলফামারী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৮ জন বন্দি। চুরি, ডাকাতি, ছিনতাই, যৌতুক, মাদকসহ বিভিন্ন মামলায় এদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সাজা হয়েছিলো আদালতে।

জেলা কারাগার সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ৩১ জনের মুক্তি চেয়ে প্রস্তাবনা পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এদের মধ্যে ১৮ জনের তালিকা আসে। তাদের মুক্তি দেওয়া হয় পর্যায়ক্রমে।

জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে যাদের অর্থদণ্ড ছিলো তাদের অর্থদণ্ড পরিশোধ করার প্রমাণপত্র নিয়ে ছাড়া হয়। তিনি বলেন, ১ মাস থেকে ৮ আট মাস পর্যন্ত সাজা মওকুফ করা হয় সরকারের আদেশে।

পূর্ববর্তি সংবাদচাঁদপুরে চিকিৎসকসহ আরো ৪ জনের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদযেভাবে কাটতে পারে করোনাকালীন ইতিকাফ