২৫ রমজানের মধ্যে শ্রমিকদের এককালীন সহযোগীতা করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে দুর্দশা লাঘবে সব শ্রেণীর কর্মহীন শ্রমিককে ২৫ রমজানের মধ্যে ১৫ হাজার টাকা করে এককালীন সহযোগীতা করার আহ্বান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন।

আজ (১৩ মে) বুধবার বেলা ১২ টায় পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে করোনার সময়ে গণমাধ্যম কর্মীদের উল্লেখযোগ্য প্রণোদনা প্রদান, অসহায় হয়ে যাওয়া প্রবাসীদের পরিবারকে নগদ সহযোগিতা দেয়াসহ সরকারী খরচে বেকার হয়ে যাওয়া প্রবাসীদেরকে দেশে ফিরিয়ে আনার দাবী জানানো হয়।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে প্রবাসী, গণমাধ্যমকর্মী, করোনার কারণে জীবিকা সংকীর্ণ হয়ে আসা মানুষদের পাশে দাঁড়ানোসহ  ৭টি  গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়।

এছাড়া  শ্রমিকদের জীবন নিরাপদ রাখা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মালিক ও শ্রমিকের সাথে সু-সম্পর্ক সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সকল শ্রমিক সেক্টরে হযরত মুহাম্মদ (সঃ) কর্তৃক প্রণীত ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে  আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ হারুন অর রশিদ, সংগঠনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অনলাইনে যুক্ত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, এডভোকেট এবিএম শেহাবুদ্দিন শেহাব, সৈয়দ ওমর ফারুক, আলহাজ্ব নজরুর ইসলাম, ইমাম হোসেন ভুইয়া, ইউসুফ আলী।

পূর্ববর্তি সংবাদস্বাস্থ্যমন্ত্রীর সান্তনার বাণী, ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে
পরবর্তি সংবাদস্পেনে করোনা থেকে সুস্থ হলেন ১১৩ বছরের বৃদ্ধা