ময়মনসিংহে নতুন করে চিকিৎসকসহ ১৫ জনের করোনা শনাক্ত

ইসলাম টাইসম ডেস্ক: ময়মনসিংহ জেলায় নতুন করে এক চিকিৎসকসহ ১৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জনে।

বুধবার (১৩ মে) রাতে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যেখানে ধোবাউড়া উপজেলার পাঁচজন, ভালুকার তিনজন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ দুইজন, মুক্তাগাছার দুইজন, ফুলবাড়িয়ার দুইজন ও ঈশ্বরগঞ্জের একজন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২৪৬জন এবং সুস্থ হয়েছেন ৬৪ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

পূর্ববর্তি সংবাদসময় গড়ানোর সাথে রাস্তা-ঘাটে বাড়ছে মানুষের উপস্থিতি
পরবর্তি সংবাদকরোনাকালে যেভাবে সময় কাটাচ্ছেন তাবলিগী সাথীরা