নিউ ইস্কাটনে ছয়তলা ভবন থেকে পচন ধরা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ইসলাম ‍টাইমস ডেস্ক : রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভবনের ছয়তলার একটি বাসা থেকে পুলিশ মঙ্গলবার রাতে এক ব্যক্তির পচন ধরা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম আসাদ চৌধুরী ওরফে লিটন (৪৬)। তিনি বেসরকারি একটি জাহাজ কোম্পানির সাবেক ক্যাপ্টেন বলে জানা গেছে।

রমনা থানার পুুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসাদ চৌধুরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে শোনা গেছে, তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হয়েছে, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।

রমনা থানার পুলিশ আরও জানায়, আসাদ চৌধুরী নিউ ইস্কাটনের ১২২/২৩ নম্বর ভবনের ষষ্ঠ তলায় তার ভগ্নিপতির ফ্ল্যাটে থাকতেন। আসাদের ভগ্নিপতি নোয়াখালীর চিকিৎসক। তিনি সপরিবারে সখানেই থাকেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির নিরাপত্তাকর্মী আসাদের ভগ্নিপতির ছোট ভাইকে ফোন দিয়ে ঘটনা জানান। পরে তিনি এসে চাবি দিয়ে প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে দেখেন আসাদের লাশ খাটের ওপর পড়ে আছে। লাশটিতে পচন ধরেছে। খবর পেয়ে রমনা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পূর্ববর্তি সংবাদক্রেতাদের ভিড় সামলাতে না পেরে মুন্সীগঞ্জে সব মার্কেট বন্ধ
পরবর্তি সংবাদবিবৃতি: আল্লামা বাবুনগরীকে নিয়ে বিভিন্ন মিডিয়ার ভিত্তিহীন রিপোর্টের প্রতিবাদ