কাবা শরীফকে সুগন্ধিযুক্ত করতে ব্যবহার করা হয় ‘উদে’র মূল্যবান আতর

ইসলাম টাইমস ডেস্ক: হারাম শরীফ দেখভালের দ্বায়িত্বরতদের পক্ষ থেকে কাবা শরীফ, মুলতাজিম, হাজরে আসওয়াদ, এবং কাবার গিলাফকে উদ দিয়ে তৈরি অনেক মূল্যবান আতর দ্বারা সুগন্ধিযুক্ত করা হয়।

আল আরাবিয়ার এক সংবাদে বলা হয়েছে, কাবা শরীফ, মুলতাজিম, হাজরে আসওয়াদ, এবং কাবার গিলাফে দিনে পাঁচবার সুগন্ধি ছিটানো হয়। কাবা শরীফে সুগন্ধি ছিটানোকে হারাম শরীফের দ্বায়িত্বশীলরা সওয়াবের কাজ মনে করে থাকেন।

কাবা শরীফকে সুগন্ধিযুক্ত করার ব্যাপারে, ঈমাম নববী রহঃ উম্মুল মুমিনীন হযরত আয়শা রাঃ থেকে বর্ণনা করেন যে, রাসূল সাঃ বলেছেন, কাবা শরীফে সুগন্ধি ছিটাও কারণ এটা তার পবিত্রতার অংশ। অপরদিকে আল্লাহ তায়ালাও কুরআনে এরশাদ করেছেন, ‘ وطھر بیتی للطائفین’ আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র করো।

হাদিসের বর্ণনা ও কুরআনে আল্লাহ তায়ালার বাণীর প্রতি লক্ষ্য রেখে হারামাইনের দায়িত্বশীলরা ২৪ ঘন্টা কাবা শরীফকে সুগন্ধিযুক্ত রাখার চেষ্টা করেন।

পূর্ববর্তি সংবাদসারাদেশে করোনায় আক্রান্ত ১৬০০ পুলিশ সদস্য, মারা গেছেন ৭ জন
পরবর্তি সংবাদকরোনাকালে গ্লাভস-মাস্কে বেড়েছে ১৪ হাজার টন বর্জ্য