রক্ত দিলে কি রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্ন: এক ব্যক্তি রমযান মাসে রোযা অবস্থায় ভাইকে রক্ত দিয়েছে। এতে কি তার রোযা ভেঙ্গে গেছে বা কোনো ক্ষতি হয়েছে?

উত্তর: রোযা অবস্থায় রক্ত দিলে রোযা নষ্ট হয় না। কারণ শরীর থেকে রক্ত বের হওয়া রোযা ভঙ্গের কারণ নয়। হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। সুতরাং রোযা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া যাবে। তবে রক্ত দেওয়ার কারণে কারো যদি এত দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা হয় যে, সে রোযা পূর্ণ করতে পারবে না। তাহলে তার জন্য রক্ত দেওয়া মাকরূহ হবে। তাই এ ধরনের ব্যক্তি অতীব প্রয়োজন ছাড়া দিনের বেলা রক্ত দিবে না।

মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা, ফতোয়া বিভাগ।

পূর্ববর্তি সংবাদডাক্তাররা আমার মৃত্যু সংবাদ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিল: বরিস জনসন
পরবর্তি সংবাদকরোনায় আরও ২ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ শনাক্ত ৬৬৫ জন