সাংবাদিকদের জন্য আপত্কালীন ঝুঁকি ভাতার দাবি জানালেন রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপত্কালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বিএনপির এ নেতা বলেন, প্রাণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন।

রিজভী বলেন, আজ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। সরকারের আজ্ঞাবহ গণমাধ্যমের ভিড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অতীতের মতো ভবিষ্যতেও গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে মিডিয়ায় স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা এবং নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপত্কালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তি সংবাদকরোনায় আরও ২ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ শনাক্ত ৬৬৫ জন
পরবর্তি সংবাদলকডাউন শিথিলের পর জার্মানিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা