ভারতে করোনায় আক্রান্ত ৬৮ সেনা সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ সেনা। তাদের সবাই একই ব্যাটালিয়নের সৈন্য। তারা পূর্ব দিল্লির একটি ক্যাম্পে ছিলেন বলে জানা গেছে। এই নিয়ে ওই ব্যাটালিয়নেই মোট আক্রান্ত হলেন ১২২ জন সেনা। খবর ইন্ডিয়া টাইমসের।

এর পাশাপাশি অন্য ব্যাটালিয়ন মিলিয়ে দেশে মোট ১২৭ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সেনা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে সিআরপিএফ এক সেনার।

এদিকে, ওই ক্যাম্পে এখনও ১০০ জনের করোনা রিপোর্ট আসা বাকি। ফলে আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা কঠিন।

এর আগে ভারতের মুম্বইয়ে ২০ জন নৌসেনা অফিসার করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে ওই ২০ জন মুম্বাইয়ে অবস্থিত নৌবাহিনীর হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন। প্রথমে নৌসেনার এক অফিসারের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর তার সংস্পর্শে আসা বাকিদের নমুনা পরীক্ষা পর এই তথ্য জানা নেই।

পূর্ববর্তি সংবাদইসরাইলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ১৩০ ব্রিটিশ এমপির
পরবর্তি সংবাদআগামী দুই-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে: আবহাওয়া অধিদপ্তর