তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত বাড়লো ভারতের লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে লকডাউন তৃতীয় দফায় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর তাই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ থেকে ১৭ মে পর্যন্ত দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে এই কড়াকাড়ি নির্দেশ।

লকডাউন প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ মন্ত্রীদের সাথে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত আসে। লকডাউনের মেয়াদ বাড়লেও কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হবে। গ্রিন ও অরেঞ্জ জোনে কড়াকড়ি শিথিল হবে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কিছু বিমান, ট্রেন ও মেট্রো চলতে পারবে।

তবে লকডাউনে বহাল থাকবে সব ধরনের জনসমাগমে। ভারতে করোনা সংক্রমিত স্থানগুলোকে তিনটি জোনে ভাগ করা হয়েছে আর এসবের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকার এলাকাগুলো রেড, অপেক্ষাকৃত কম ঝুকিপূর্ণ যথাক্রমে গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে।

ভারতে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে মারা গেছেন এক হাজার ১৫৪ জন।

পূর্ববর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০৯ পুলিশ সদস্য!
পরবর্তি সংবাদজাতীয় সংসদের একজন সদস্য করনাভাইরাসে আক্রান্ত