অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রকে কিট পরীক্ষার অনুমতি দিল ওষুধ প্রশাসন

ইসলাম টাইমস ডেস্ক: নানা টানাপোড়েনের পর অবশেষে করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগ শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন থেকে বৃহস্পতিবার দুপুরে এক চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে তা জানানো হয়েছে।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও।

“হ্যাঁ, আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবি’র যে কোন একটিতে পরীক্ষা করার কথা বলেছে। তবে আমরা বিএসএমএমইউতে এই কিট পরীক্ষা করব।”

বিএসএমএমইউর উপাচার্যকেও চিঠি দিয়ে অধিদপ্তর ইতিমধ্যে বিষয়টি জানিয়েছে বলেও জানান ডা. জাফরুল্লাহ।

পূর্ববর্তি সংবাদসাগরে ভাসছে ৫০০ রোহিঙ্গা: আমাদের কি কোনোই দায়বদ্ধতা নেই!
পরবর্তি সংবাদত্রাণের দাবিতে রাজধানীর মিরপুরে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ