নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রনে সরকারকে কঠোর হতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রনে সরকারকে কঠোর হতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলনা মাহফুজুল হক।

আজ ২৮ এপ্রিল (মঙ্গল বার) এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা।

নেতৃদ্বয় বলেন,  বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মধ্যে রমজান এসেছে, এ মাসে ইবাদত বন্দেগীতে অধিক সওয়াব পাওয়া যায়। এজন্য এ মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত, নফল নামাজ ও দান-সদকা করা মুমিনের উচিৎ।

তারা আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে। এই অসৎ ও সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। হালাল ও সৎ ব্যবসায়ীদের হাশর নাসর হবে নবী সিদ্দিকীনদের সাথে। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা এ বিপদ ও সংকট মুহূর্তে এবং মাহে রমজানে অধিক সওয়াব পাওয়ার আশায় অল্প মুনাফায় জিনিসপত্র বিক্রি করুন। আল্লাহ আপনাদেরকে এর বিনিময় উত্তম দিবেন বলে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে ডাক্তার-নার্সসহ নতুন আক্রান্ত ১০জন
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় সাত চিকিৎসকসহ ২৮ জন করোনা আক্রান্ত