বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার প্রথম রোজা

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার প্রথম  রোজা রাখবেন দেশের মানুষ।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চাঁদ দেখা যাওয়ার কারণে আজ  এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।

রমজান মাসে মসজিদগুলো উপচেপড়া ভিড় থাকে। কিন্তু এবার করোনা থেকে রক্ষা পেতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে মসজিদে জামাত, জুমায় মুসল্লি সংখ্যা নির্ধারণের সাথে সাথে তারাবিতে দুই হাফেজ, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।

পূর্ববর্তি সংবাদএবারের রমজান মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ: মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
পরবর্তি সংবাদসাতক্ষীরায় সামাজিক দূরত্ব না মানায় ২০ লক্ষাধিক টাকা জরিমানা