শ্রমিকদের বেতন পরিশোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন: পীর সাহেব চরমোনাই

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা পরিস্থিতিতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করা পোশাক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, করোনা মহামারীতে সারাদেশে  সাধারণ ছুটির কারণে গার্মেন্টস শ্রমিকসহ হকার, সাধারণ চাকুরীজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীনদের পাশে দাড়ানো রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। অথচ রাষ্ট্র সে দিকে খেয়ালই করছে না।

এসময় তিনি আরো বলেন,  মানবেতর জীবন যাপন করা মানুষদের জন্য সরকার যে পরিমাণ ত্রাণ বাজেট করেছে, তা সুষম বন্টন না হয়ে দুর্নীতি ও চুরি হওয়ায় সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে জীবন কাটাচ্ছে । এব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন পীর সাহেব চরমোনাই।

পূর্ববর্তি সংবাদসরকারি হিসাবের বাইরেও যুক্তরাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ!
পরবর্তি সংবাদকরোনায় আক্রান্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের ৪০ কর্মী