ভারতে করোনা আক্রান্ত আশি ভাগের কোনো উপসর্গ নেই!

ইসলাম টাইমস ডেস্ক: নভেল করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৫৬৫ জন। তবে আশ্চর্যজনকভাবে দেশটিতে আক্রান্ত প্রায আশি ভাগের শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ হয়নি।

প্রায় একমাস যাবৎ লকডাউনের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা যখন ২০ হাজার ছুঁইছুঁই, সেই মুহূর্তে এমন তথ্য সামনে আনলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর গবেষকেরা।এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে গবেষক রমণ আর গঙ্গাখেড়কর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।গঙ্গাখেড়কর বলেন, ‘এখনো পর্যন্ত যত জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ৮০ শতাংশের মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। তাই উপসর্গহীনদের কীভাবে শনাক্ত করা যাবে, তা-ই এখন আমাদের প্রধান দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। কারণ সংক্রমিত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন, জনে জনে গিয়ে তাঁদের পরীক্ষা করে দেখা ছাড়া আর কোনোভাবে নতুন করে কেউ সংক্রমিত হয়েছেন কিনা, তা বোঝার উপায় নেই।’
পূর্ববর্তি সংবাদকরোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন
পরবর্তি সংবাদকরোনা চিকিৎসা সামগ্রী মজুদ: ধ্বংসাত্মক খাসলত কবে দূর হবে!