প্রবীণ শাইখুল হাদীস আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী আর নেই

আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী

ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘ ৪০ বছর ধরে বুখারী শরীফের দরস প্রদানকারী প্রবীণ শাইখুল হাদীস ও সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ. এর একান্ত প্রিয় শাগরিদ আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০.৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১০৪ বছর।

তাঁর জানাজার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

জানা গেছে, আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী নারায়ণগঞ্জ মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসা, ঢাকার মুগদা মারকাযুল উলূম ও মুন্সীগঞ্জ জেলাধীন সেরাজাবাদ মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসায় দীর্ঘ ৪০ বছর  বুখারী শরীফের দরস প্রদান করেছেন।

মৃত্যুকালে, তিনি চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী  রেখে গেছেন।

উল্লেখ্য, আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফী দা.বা. -এর সহপাঠী ছিলেন।

পূর্ববর্তি সংবাদইসলাম-নবিজী (সাঃ) কে নিয়ে কটুক্তি,পঞ্চগড়ে আ.লীগ নেতার ছেলে আটক
পরবর্তি সংবাদসরাইল থানার ওসিকে প্রত্যাহার, ছয় গ্রাম লকডাউন