করোনা ভাইরাস : সাউথ আফ্রিকায় লক ডাউনে খালি রাস্তায় বাঘের বিশ্রাম

ইসলাম টাইমস ডেস্ক :  লক লাউনের কারণে জনশূন্য থাকায় রাস্তায় বিশ্রাম করছে বাঘ। গত ১৬ এপ্রিল সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্কে মানুষ না থাকায় সড়কে বাঘের দলকে এভাবে বিশ্রাম করতে দেখা যায়।

পার্কের একজন দায়িত্বশীল রিচার্ড গত বুধবার যখন পার্কে ঘুরছিলেন, তখন দেখতে এই বাঘগুলোকে এমন একটা রাস্তায় বিশ্রামরত দেখতে পেলেন যে রাস্তায় অন্যান্য সময় পর্যটকদের দ্বারা পূর্ণ থাকত।

سڑک کے کنارے آرام کرتے شیر

গত ২৫ মার্চ থেকে লক ডাউনের কারণে পার্কটি বন্ধ রয়েছে।

এর আগে বাঘগুলোকে কেবল রাতেই দেখা যেত।

 

কিভাবে ছবি তোলা হল

পার্কের দায়িত্বশীল রিচার্ড গত বুধবার যখন পার্কে ঘুরছিলেন, তখন দেখতে  এই বাঘগুলোকে বিশ্রাম করতে দেখতে পেলেন। তখন তিনি নিজের মোবাইলে এই ছবি ধারণ করেন।

এই রাস্তায় পর্যটকরা সাধারণত গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন। আর বাঘগুলো গাড়ি দেখতে অভ্যস্ত হয়ে গেছে এখানে- বলেন রিচার্ড।

سڑک کے کنارے آرام کرتے شیر

সূত্র : বিবিসি

পূর্ববর্তি সংবাদওমর ইবনে আবদুল আজিজ : জীবনের কয়েকটি টুকরো ছবি
পরবর্তি সংবাদরমযানের পরিপূর্ণ বরকত, রহমত ও ফযীলত কীভাবে হাসিল করা যাবে