৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের উত্তর পশ্চিমের ফালাম এলাকা থেকে ৩৮ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৯।

বাংলাদেশ আবহাওয়া অফিসের সুপারভাইজর জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। তবে বাংলাদেশের চট্টগ্রাম থেকে অনুভূত হয়েছে। বিকেল ৫টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প হয়।

পূর্ববর্তি সংবাদকরোনার প্রাদুর্ভাবে তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে : ডব্লিউএফপি
পরবর্তি সংবাদশেষবারের মতো বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়