সরকার চায় না বিএনপি জনগণের পাাশে দাঁড়ায়: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ নেওয়া দূরে থাক, বিএনপি বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী- ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যেখানেই সাধ্য মতো গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে যাচ্ছে সেখানেই পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করেছে ত্রাণ বিতরণের জন্য।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে বনানী থানা ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেও দুঃশাসন জারি রেখেছে। এটাই কী জনগণের পাশে দাঁড়ানো? কিন্তু, বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

সরকারি ত্রাণ লোপাটের প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, মেলান্দহ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ৫শ’ বস্তা চাল পাওয়া গেছে। আরও অনেক নেতার বাড়িতে প্রতিনিয়ত ত্রাণের চাল ধরা পড়ছে। কই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে গোটা দেশ বিপর্যয়ের মুখে, তবু আওয়ামী লীগের লুটপাট থামছে না। এসব কি সরকারের সমন্বিত উদ্যোগের নমুনা? এটা কি জাতীয় ঐক্যের লক্ষণ? একদিকে বিরোধী দলের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করছে সরকার।

পূর্ববর্তি সংবাদফরাসি রণতরীর ছয় শতাধিক নাবিক করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদপ্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রহীম বোখারীর ইন্তেকাল ,জানাজা রাত ৯.৩০ মিনিটে