৪৫ হাজার কারাবন্দিকে ছেড়ে দিচ্ছে তুরস্ক!

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস থেকে রক্ষা পেতে  ৪৫ হাজার কারাবন্দিকে ছেড়ে দিতে মঙ্গলবার একটি আইন পাস হয়েছে তুরস্কের পার্লামেন্টে।

বন্দিমুক্তির এই প্রস্তাবে সায় দিয়েছে এরদোগানের ক্ষমতাসীন একে পার্টি ও জাতীয়তাবাদী এমএইচপি মিত্ররা। এতে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২৭৯টি, বিপক্ষে ৫১টি।

নতুন আইনে ৪৫ হাজার  বন্দি অস্থায়ীভাবে মুক্তি পেতে যাচ্ছেন। মে মাসের শেষ দিকে বিচার বিভাগের নিয়ন্ত্রণে এসব বন্দিকে ছেড়ে দেয়া হবে। দুদফায় তাদের মুক্তির মেয়াদ বাড়ানো যাবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে।

তুরস্কের বিভিন্ন কারাগারে সোমবার পর্যন্ত ১৭ করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আবদুল হামিদ গুল। তিনি বলেন, ৮০ বিচারক ও কৌঁসুলির পাশাপাশি ৭৯ কারাকর্মকর্তা এই রোগে আক্রান্ত হয়েছেন।

এদিকে ২০১৬ সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানের পর ধরপাকড়ে সন্ত্রাসবাদের অভিযোগে আটকদের মুক্তির তালিকায় না রাখায় সমালোচনা করেছেন বিরোধী রাজনীতিবিদরা। এসব আটকদের মধ্যে বহু সাংবাদিকও রয়েছেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় মার্কিন সেই রণতরির নাবিকের মৃত্যু
পরবর্তি সংবাদঢাকার ‘আজগর আলী হাসপাতালে’ ভর্তি করা হল আল্লামা শাহ্ আহমদ শফীকে