অবৈধ অবস্থানকারীদের জন্য কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা

 ইসলাম টাইমস ডেস্ক: অবৈধভাবে অবস্থানকারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। এ অবস্থায় দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ ঘোষণার সুযোগ নিয়ে বাংলাদেশিদের ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) এক ফেসবুক পোস্টে বলা হয়, ওই সাধারণ ক্ষমায় ‘কোনও ধরনের আর্থিক জরিমানা ছাড়াই ফেরত যাওয়ার সুযোগ’ দেওয়া হয়েছে।

শুধু তাই না, ফেরত পাঠানোর যাবতীয় খরচও কুয়েত সরকার বহন করবে এবং এই সুযোগ যারা গ্রহণ করবে তারা আবার কুয়েত যাওয়ার সুযোগ পাবে বলে জানানো হয় ওই ফেসবুক পোস্টে।

এ সুযোগ নিতে আগ্রহীদের এপ্রিল ১২ থেকে ১৫ এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কুয়েত সরকারের নির্দিষ্ট অফিসে নাম নিবন্ধনের জন্য যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদবরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
পরবর্তি সংবাদগাজীপুর জেলা লকডাউন