ত্রাণ বিতরণের নামে অনিয়ম সহ্য করা হবে না: ওবায়দুল কাদেরের হঁশিয়ারি

ইসলাম টাইমস ডেস্ক: ত্রাণ বিতরণের নামে কোনও ধরণের অনিয়ম সহ্য করা হবে না মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারি ত্রাণ যথাযথভাবে বিতরণ করতে হবে। স্বল্প আয়ের মানুষদের কাছে পৌঁছাতে হবে। কেউ ত্রাণ আত্মসাৎ করলে বা এতে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) তার সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা নামের অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সব মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, ‘যারা ঘরে অবস্থান এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে পারবেন না তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি।’ পাশাপাশি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি এবং করোনা প্রতিরোধে দেওয়া নির্দেশাবলী অক্ষরে অক্ষরে মেনে চলার অনুরোধ করেন তিনি।

পূর্ববর্তি সংবাদগণপরিবহনও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে দুদিন ধরে পড়ে থাকা লাশ দাফন করলেন তরুণ আলেমরা