নাটোরে অসুস্থ শিশুকে হাসপাতালে পৌঁছে দিলেন মেয়র

ইসলাম টাইমস ডেস্ক:  করোনাভাইরাস আতঙ্কে নাটোরের সিংড়া উপজেলার পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। এরই মধ্যে পৌরসভার চলনবিল গেট এলাকায় সিয়াম হোসেন নামে দেড় বছরের এক শিশুকে নিয়ে সোমবার দুপুরে তার বাবা-মা ছুটাছুটি শুরু করেন।শিশুটি ডায়েরিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। কিন্তু সড়কে কোনো যানবাহন নেই।

বিষয়টি পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের দৃষ্টিগোচর হয়। সঙ্গে সঙ্গে তার টহলরত ‘চলো’ পরিবহনে করে শিশুটিকে নিয়ে নিজেই দ্রুত হাসপাতালে ছুটে যান ও চিকিৎসার ব্যবস্থা করেন।

শিশুটির বাবা মো. কাউছার আহমেদ বলেন, এই বিপদে পৌর মেয়র নিজে গাড়ি চালিয়ে অসুস্থ শিশুকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন।

মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, সম্প্রতি সিংড়া পৌরসভায় ১০টি ব্যতিক্রমধর্মী ই-রিকশা ‘চলো’ পরিবহন চালু করা হয়েছে। এই দুর্যোগের মুহূর্তে পৌরসভার পক্ষ থেকে এই পরিবহন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে। আর তিনি নিজেও একটি চলো গাড়ি চালিয়ে এলাকার খোঁজখবর নেয়ার পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।

পূর্ববর্তি সংবাদবন্ধ হচ্ছে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট!
পরবর্তি সংবাদচট্টগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় মৃত্যু, করোনা সন্দেহে কাছে আসেনি কেউ