তাবলিগ : করোনা আতঙ্কে ঢাকার দুটি মসজিদে ৩২১ বিদেশিকে জড়ো করে রাখা হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক : ভারতে তাবলিগ জামাতের সমাবেশ থেকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তাবলিগের প্রচারে বাংলাদেশে আসা ৩২১ বিদেশিকে ঢাকার দুটি মসজিদে জড়ো করে রাখা হয়েছে।

পুলিশ বলছে, কোয়ারেন্টিনে না থাকলেও তাবলিগের এই বিদেশিদের মসজিদ থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

এদের মধ্যে ঢাকার কাকরাইল জামে মসজিদে আছেন ১৯১ জন। বাকি ১৩০ জনকে জড়ো করা হয়েছে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে।

আলমী শূরার  অনুসারী ১৩০ জনকে মদিনা মসজিদে রাখা হয়েছে বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি মো মাজহারুল ইসলাম।

তিনি বলেন, মদিনা মসজিদে বড় হওয়ায় ১৩০ জনকে দেশের বিভিন্ন  স্থান থেকে এনে সেখানে আলাদা রাখা হয়েছে। তারা সুস্থ আছেন।

কাকরাইল মসজিদে রাখা ১৯১ জন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী।

রমনা থানার ওসি মনিরুল ইসলামবলেন, “বর্তমানে কাকরাইল মসজিদে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না।”

তিনি জানান, কাকরাইল মসজিদে বিদেশিদের পাশাপাশি তাদের দেখাশোনার জন্য ৩০ থেকে ৪০ জন রয়েছেন। এছাড়া একটি মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীও সেখানে রয়েছেন।

পূর্ববর্তি সংবাদমুমূর্ষ অবস্থা থেকে ফিরে আসা ৩ করোনা রোগীর কথা
পরবর্তি সংবাদদেশে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা: আইইডিসিআর