ঢাকা ফেরার পথে ট্রাকচাপায় ২ গার্মেন্টসকর্মী নিহত

ইসলাম টাইমস ডেস্ক:  করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে  সরকার ঘোষিত সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত  হলেও  পোশাক কারখানা খুলে যাওয়ায় কর্মস্থল ঢাকায় ফেরার পথে ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাকচাপায় ২ গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত আরও তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্ধবলা উপজেলার কান্দুলিয়া গ্রামের সাইপুল ইসলাম (৩৩) ও নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিসরা গ্রামের জজ মিয়ার মেয়ে নাজমা বেগম (১৬)।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, নেত্রকোনাগামী বালুবাহী দুটি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নাজমা বেগম নামে এক গার্মেন্টসকর্মী মারা যান। আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাইফুল ইসলাম নামে আরও একজন মারা যান।

পূর্ববর্তি সংবাদআলজেরিয়ায় গণহত্যা চালানো ফ্রান্স: যে দেশটি এখনো টিকে আছে আফ্রিকাকে শোষণ করে
পরবর্তি সংবাদবজ্রপাতে মহেশখালী দ্বীপে তিন লবণচাষির মৃত্যু