ঝিনাইদহে ফাঁকা সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী  নিহত 

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফাঁকা সড়কে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার নাম মামুন মণ্ডল (৩০)। এসময় আহত হয়েছেন আরও একজন।

মামুন মণ্ডল উপজেলার সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি রঙ মিস্ত্রির কাজ করতেন।

মহেশপুর থানার এসআই নরত্তম বিশ্বাস জানান, মামুনসহ দুজন মোটরসাইকেলে করে স্থানীয় ভৈরবাবাজার থেকে মহেশপুর উপজেলা শহরের দিকে আসছিলেন। সিমেন্টবোঝাই ট্রাকটি মহেশপুর উপজেলা শহর থেকে ভৈরব বাজারের দিকে যাচ্ছিল।

মহেশপুর-ভৈরবা সড়কের বামনগাছা নামক স্থানে ট্রাকটি ওই মোটরসাইকেলে চাপা দিলে আরোহীরা সড়কের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান মামুন মণ্ডল।

এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিমেন্ট বোঝাই ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে এর চালক পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদকরোনায় চীনে অর্ধলক্ষ মানুষের মৃত্যু হয়েছে: মার্কিন গণমাধ্যমের দাবি
পরবর্তি সংবাদমড়ার উপর খাঁড়ার ঘা! করোনায় মৃত্যুমিছিলের মধ্যেই স্পেনে দেখা দিল ভয়াবহ বন্যা