শরীয়তপুরে কয়েলের আগুনে পুড়ে ছাই হল কৃষকের সংসার

ইসলাম টাইমস ডেস্ক: শরীয়তপুর ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে আগুনে কৃষকের ঘরবাড়ি পুড়ে ছাই। ২৯ মার্চ শনিবার রাত ৩ টার সময় ধানকাঠি ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের কৃষক নাছির বেপারি বাড়িতে মশার কয়েল থেকে আগুন লেগে বাড়িতে থাকা সব মালামালে পুড়ে ছাই হয়ে গেছে।

কৃষক নাছির বেপারি বলেন, রাত ৩ টার সময় বাড়িতে আগুন লাগলে আমার স্ত্রী টের পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে আসে পাশের লোকজন আগুন নেভাতে আসে। চারপাশে কোথাও পানি না থাকায় আমার সংসারের সব সরঞ্জাম  পুড়ে ছাই হয়ে গেছে। আমার তিলে তিলে গড়া কষ্টের ঘর সংসার সব শেষ হয়ে গেছে। আমি ব্রাক ব্যাংক থেকে ৫০ হাজার টাকা লোন নিয়েছি। আমার ঘরে ৩৮ মণ ধান, চাউল ১০মণ, গম ৮মণ, ৪০ মণ ধনিয়া,৮ মণ কলই, সরিষা ১৫ মণ, মুরগী ৫০টি, গরু ২ টি, ছাগল ৩ টি, ১ টি ফ্রিজ ছিলো। গ্যাসের চুলা সহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সব শেষ হয়ে গেছে।

ডামুড্যা ফায়ার ফাইটার প্রদীপ কিত্তনিয়া বলেন, প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এবং রাস্তা না থাকায়। যেতে একটু দেরি হয়েছে। ঐখানে আমাদের সরঞ্জাম ভ্যানে করেও নিতে হয়েছে। আশে পাশে পানিও ছিলোনা। তারপরে অবশিষ্ট যা ছিলো নিভিয়েছি। আগুনটি মশার কয়েল থেকে লেগেছে।

পূর্ববর্তি সংবাদসমাজের বিত্তবানদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের
পরবর্তি সংবাদরাজধানীতে প্রতিদিন জীবাণুনাশক পানি ছিটাচ্ছে ডিএসসিসির ৮ গাড়ি