যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: করনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তিনদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৫৬৭ জন। আক্রান্তের সংখ্যা সারাদেশের প্রায় অর্ধেক নিউইয়র্ক অঙ্গরাজ্যে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭০৭ জন। যদিও মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১০০ জন।

ডিসেম্বরে শেষের দিকে চীনের উহান শহরে ভাইরাসটির উদ্ভব হয়েছিল। এর পর থেকে এটি বিশ্বের প্রায় প্রতিটি দেশে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের গতি জ্যামিতিক হারে বেড়ে চলেছে।

পূর্ববর্তি সংবাদআলেম দরদী আইনজীবী সানাউল্লাহ মিয়ার ইন্তেকাল
পরবর্তি সংবাদকরোনা সন্দেহ: বুকভাঙা নির্মমতা পেলেন অ্যাম্বুলেন্স চালক