সৌদি আরবে কারফিউ আরও জোরদার করা হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সৌদি আরবে কারফিউ আরও জোরদার করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের কারফিউ মেনে বাড়ির ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মেদ আল আবদুল্লালি বলেন, ‘ভাইরাসটি থেকে রক্ষা পেতে এবং আমাদের নাগরিকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।

এছাড়াও সৌদি আরবের কর্মকর্তারা বলছেন, মক্কা, মদিনা ও রিয়াদে যাওয়ার সব রাস্তা সুরক্ষাব্যবস্থার নিয়ন্ত্রণাধীন।

দেশটিতে নতুন করে আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা তিনে পৌঁছেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া তৃতীয় ওই ব্যক্তি বিদেশি এবং তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ জনের বেশি সুস্থ হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২-তে পৌঁছেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

পূর্ববর্তি সংবাদকরোনাভাইরাসে আক্রান্ত হলেন বরিস জনসন
পরবর্তি সংবাদনেত্রকোণায় ‘অজ্ঞাত রোগে’ মারা যাচ্ছে গবাদি পশু