পঞ্চগড়ে আইসোলেশনে থাকা যুবক করোনা আক্রান্ত নন

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড় সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া তরুণ করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে সিভিল সার্জন পঞ্চগড়।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওই তরুণের নমুনা পরীক্ষার ফলাফলের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান।

এ ছাড়া শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান সিভিল সার্জন। এর আগে গত মঙ্গলবার সকালে আইইডিসিআরের প্রতিনিধি এসে ওই তরুণের করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান।

উল্লেখ্য, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই তরুণ মাদারীপুর জেলার বাসিন্দা। ২০ মার্চ পঞ্চগড়ের ধাক্কামারা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে আসার পর তিনি জ্বর, সর্দি ও কাশি শুরু হয়। পরে রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়।

পূর্ববর্তি সংবাদকরোনা থেকে সুরক্ষা পেতে লেবাননে ২৫ হাজার সেনা মোতায়েন
পরবর্তি সংবাদনিজেকে পরিষ্কার রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ: স্বরাষ্ট্রমন্ত্রী