নিম্ন আয়ের এক কোটি মানুষকে চার মাস ১২ হাজার রুপি করে দিবে পাক সরকার

ইসলাম টাইমস ডেস্ক: করোনা মহামারীর মধ্যে গরিব ও নিম্ন আয়ের এক কোটি মানুষকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য আগামী চার মাস ১২ হাজার রুপি করে দেবে পাকিস্তান।  সরকারি কোষাগার থেকে চার মাস ধরে দেয়া হবে মানবিক এই পরিষেবা।

দরিদ্রদের ওপর করোনাভাইরাসের আর্থিক প্রভাব কমিয়ে আনতে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইমরান খানের সরকার।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টাতেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় মোট ১১৬ জন করোনা আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হাজারেরও বেশি। এখন পর্যন্ত মৃত্যু ১১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে। তবে এখনও পর্যন্ত দেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করেই দেশে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তি সংবাদধূমপানে বাড়ছে করোনা ভাইরাসের ঝুঁকি : তুর্কি অধ্যাপক
পরবর্তি সংবাদপ্রিন্স চার্লস, বরিস জনসনের পর এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী