চীন থেকে এলো আরও ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে আরও ৩০ হাজার কিট এসেছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এই কিট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের চীনা দূতাবাস। নতুন এই কীট অনুদান হিসেবে দিয়েছে চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার থার্মোমিটার ঢাকায় আসে।

করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টির পর প্রথম দফায় দুই হাজার কীট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন। সব মিলিয়ে চীন থেকে প্রায় ৪২ হাজার কীট এসেছে।

পূর্ববর্তি সংবাদনেত্রকোণায় ‘অজ্ঞাত রোগে’ মারা যাচ্ছে গবাদি পশু
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৭৬৯ জনের মৃত্যু