কায়রোতে ট্রাক-যাত্রীবাহী গাড়ীর সংঘর্ষে ১৫ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। গতকাল (বুধবার) রাজধানীর উপকন্ঠে এই দুর্ঘটনা ঘটে।

করোনা ভাইরাসের বিস্তার রোধে মিশরে চলমান কারফিউ-এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটলো। দক্ষিণ মিশর থেকে মধ্য কায়রো যাওয়ার পথে একটি চৌকিতে মাইক্রোবাস, ট্রাক ও গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলো।

এ সময় দ্রুত গতিতে একটি ট্রাক এসে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে মিশরের পুলিশ।

পূর্ববর্তি সংবাদকরোনা আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদকরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে যশোরে অভিনব পদ্ধতিতে বাজার সদাই