করোনা নিয়ে কোন্দল : কসোভোতে সরকার পতন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা নিয়ে কোন্দলকে কেন্দ্র করে কসোভোতে সরকার পতন হয়েছে। প্রধানমন্ত্রী আলবিন কুর্তির বিরুদ্ধে পার্লামেন্টে শরিক দল এলডিকের একজন সদস্যের উত্থাপিত অনাস্থা ভোটে এই ঘটনা ঘটে। এলডিকে থেকে নিয়োগ পাওয়া স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের জের ধরে জোটের মধ্যে টানাপড়েন চলছিল।

এলডিকের অভিযোগ, তাদের দলের একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বরখাস্ত করতে যাচ্ছেন অথচ জোটের সঙ্গে আলোচনা করেননি। এটা কোয়ালিশন সরকারের নীতিমালার লংঘন। শেষ পর্যন্ত জোট শরিকদের পক্ষ থেকে অনাস্থাভোটের মাধ্যমে সরকারের পতন ঘটানো হলো।

জানা গেছে, করোনাভাইরাসের মহামারি ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট হাশিম থাসির জরুরি অবস্থা জারিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এতে প্রধানমন্ত্রী তার উপর ক্ষুব্ধ হন। ধারণা করা হচ্ছে এই ঘটনার কারণেই তাকে বরখাস্ত হতে হয়।

উল্লেখ্য, কসোভোতে এ পর্যন্ত ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার পতনের কারনে দেশটিতে বড় ধরনের সংকট সৃষ্টি হবে। কারণ, করোনা ভাইরাসের কারণে নতুন নির্বাচন আয়োজন করা কঠিন হবে।

পূর্ববর্তি সংবাদকরোনায় করণীয় নিয়ে গুজব : কবে হুঁশ হবে আমাদের
পরবর্তি সংবাদলকডাউনে যে ৬টি কাজ করতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা