করোনাভাইরাসে আক্রান্ত হলেন বরিস জনসন

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই তিনি নিজের সিদ্ধান্তেই আসোলেশনে (বিচ্ছিন্নকরণ) গেছেন। বরিস জনসনের নিজের টুইটার অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এ কথা জানায়। জনসন বিষয়টি নিয়ে টুইটারে একটি ভিডিও বার্তাও দিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখা দেওয়ায় পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তাই আমি স্বেচ্ছায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে ঘরে বসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাব।

আজ শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাজ্যে ১১ হাজার ৮১৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটিতে ৫৮০ জন মারা গেছেন।

পূর্ববর্তি সংবাদবায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সময়ে খুতবাসহ জুমার নামাজ আদায়
পরবর্তি সংবাদসৌদি আরবে কারফিউ আরও জোরদার করা হয়েছে