পঞ্চগড়ে বন্ধ হয়ে গেছে দোকান-পাট, হোম কোয়ারেন্টাইনে আরও ১৮ জন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পঞ্চগড়ে ৫ উপজেলার বিভিন্ন দোকান-পাট বন্ধ হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও ১৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে  ৩’শ ২১ জনের। বর্তমানে ৩৬৮ জন হোম কোয়ারেন্টেইনে আছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

পঞ্চগড়ের অধিবাসী মুহিউদ্দীন জুলফিকার জানান কয়েকদিন ধরে শহরে লোকের চলাচল কম হলেও বৃহস্পতিবার সকাল থেকে শহর একেবারে ফাঁকা হয়ে গেছে। যানবাহন চলাচলও বন্ধ। শুধু ওষুধের দোকান, খাদ্য সামগ্রী, কনফেকশনারী দোকান খোলা রয়েছে। তবে কাজ কমে যাওয়ায় বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। তারা চায় সরকার তাদের দিকে লক্ষ্য রাখুক।

পূর্ববর্তি সংবাদকরোনা ইস্যুতে মুফতি তাকি উসমানীর নেতৃত্বে সকল ধারার পাক আলেমদের সম্মিলিত বৈঠক
পরবর্তি সংবাদজাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ: সমমনা ইসলামী দলসমূহের প্রতিক্রিয়া ও প্রত্যাশা