ভারতের মধ্যপ্রদেশে সাংবাদিকের শরীরে করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: জীবনের ঝুঁকি নিয়ে যারা ২৪ ঘন্টা করোনাভাইরাসের আপডেট দিয়ে চলেছেন, সেই সাংবাদিকদের একজনের শরীরে শনাক্ত হল এবার করোনাভাইরাস।

বুধবার ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক সাংবাদিকের শরীরে মিলল কোভিড-১৯৷ তার মেয়ের শরীরেও মিলেছে এই ভাইরাস৷

জানা গেছে গত সপ্তাহে ভোপালে সদ্য প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওই সাংবাদিক৷ কমলনাথের প্রেস কনফারেন্সে ওই সাংবাদিকের সংস্পর্শে কারা এসেছিলেন, তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷

এর ফলে মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৫৷ তবে ভোপালে আক্রান্তের সংখ্যা ২৷ এর আগে তার মেয়ের শরীরে মিলে ছিল করোনা ভাইরাস৷ বুধবার এইমস-এ ৫৫ বছরের ওই সাংবাদিকের টেস্টেও পজিটিভ আসে৷ এর আগেও তার টেস্ট পজিটিভ আসে৷ এদিন তার দ্বিতীয় টেস্ট পজিটিভ হওয়ার পর এইমস-এর পক্ষ থেকে জানানো হয়৷

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালেন চালকসহ ২ জন
পরবর্তি সংবাদদেশ লকডাউন হওয়া উচিত বলে মত দিয়েছেন হাইকোর্ট