নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে সারাদেশের মানুষ আতঙ্কিত। এর মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। জনগণের দুর্ভোগ বাড়াবেন না।’

আজ বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব বলেন।

শেখ হাসিনার আহ্বান, ‘যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোনও ভোগ্যপণ্য কিনবেন না। মজুদ করবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, বাজারে কোনও পণ্যের ঘাটতি নেই। সর্বত্র বাজার মনিটরিং-এর ব্যবস্থা করা হয়েছে। দেশের অভ্যন্তরে ও বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। তার কথায়, ‘এ সংকটময় সময়ে আমাদের সহনশীল ও সংবেদনশীল হতে হবে।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন,  করোনাভাইরাস জনস্বাস্থ্যসহ বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন।

তিনি বলেন, ‘আমাদের ওপরও এই আঘাত আসতে পারে। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা। আমরা জনগণের সরকার। সবসময়ই আমরা জনগণের পাশে আছি। আমি নিজে সর্বক্ষণ পরিস্থিতির ওপর নজর রাখছি।

পূর্ববর্তি সংবাদনীলফামারীতে অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
পরবর্তি সংবাদকরোনায় অস্থির নিত্যপণ্যের বাজার: সঙ্কট এবং উত্তরণ প্রসঙ্গে যা বললেন আলেমরা